বিশ্ব আরবি ভাষা দিবস পালিত হলো রাবিতে

গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পালিত হলো বিশ্ব আরবি ভাষা দিবস। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় শহিদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসিসি) আরবি বিভাগের উদ্যোগে এক সেমিনারের আয়োজন করা হয়।
আরবি বিভাগের সভাপতি ড. মোহাম্মাদ ছবিরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ড. ছালেকুজ্জামান খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন আরবি বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দীন, অধ্যাপক ড. সেতাউর রহমান ও সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।
আরও পড়ুন: কুমিল্লা মেডিকেল কলেজ দিবস ২০২৪ পালিত
সেমিনারে আরও বক্তব্য দেন বিভাগটির অধ্যাপক এসএম আব্দুস সালাম, অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, অধ্যাপক ড. আতোয়ার রহমান। বক্তারা বলেন, আরবি ভাষা বিশ্বের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধশালী একটি ভাষা। ১৯৭৩ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সভার ২৮তম অধিবেশনে এ ভাষাকে দাফতরিক ভাষার স্বীকৃতি দেওয়া হয়। এ ভাষার সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ। বিশ্বের ২২টি দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি। ইউনেস্কো এই ভাষাকে স্মরণীয় করে রাখতে ১৮ ডিসেম্বরকে বিশ্ব আরবি ভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়।